পৃথিবীর উন্নত জাতিগুলো তাদের কৃষককে শ্রদ্ধা করে। যখন দেখি আমাদের রাষ্ট্রনায়কেরা বাঙলার কৃষককে করে পদদলিত। তখন কষ্ট পাই। যে মানুষ আদতেই জেলে ও কৃষক এই দ্রাবিড় জনগোষ্ঠীর নেতারা আজ ইংরেজ সাহেবদের মুখোশ পরে সঙ সাজে। তাই সে নিজের পরিচয় দিতেও লজ্জাবোধ করে যে, সে কৃষকেরই সন্তান। কিন্তু পরিচয় নাইবা দিক কৃষকের ফলানো খাদ্যেই সে উদরপূর্ণ করে। তারপর সব ভুলে যায়। ধিক এসব নেতাদের যারা কৃষককে মিথ্যা কথায় ভোলায়। ঘৃণা তাদের প্রতি যারা কৃষকের জমি কেড়ে নেয়; যারা কৃষককে ভূমিহীন করে। তাদের প্রতি যারা ঋণদিয়ে সহায়তার নামে কৃষককে সর্বস্বান্ত করে। সমস্ত ঘৃণা এসব দেশি বিদেশি শোষিতের প্রতি।
আমার সকল প্রচেষ্টা কৃষকের জন্য, দেশের জন্য আর তাহলেই আমার, আমাদের সকলের জন্য।
No comments:
Post a Comment