Monday, August 3, 2009

নেটিভ আমেরিকানদের ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচু নগরী

machu-picchu11


মাচু পিচু বর্তমান দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ পেরুর কুসকো শহরে অবস্থিত। পেরুর রাজধানী লিমা থেকে প্রায় সাড়ে তিনশ মাইল পূবে অবস্থিত আন্দিজ পর্বতমালার দুটি সুউচ্চ গিরি শৃঙ্গের মধ্যবতী সরু উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় মাচু পিচুর অবস্থান। হারিয়ে যাওয়া ইনকা সাম্রাজ্যের একটি অক্ষত নিদর্শন মাচু পিচু। এটা পর্বত চূড়ায় অবস্থিত একটা ছোট সয়ংসম্পূর্ণ একটি শহর। মাচু পিচুর পাশেই অনতিদূরে উরুবাম্বা নদীর উপত্যকাও প্রায় ১৬০০ ফুট নিচে।

আন্দিজ পর্বতমালা পৃথিবীর বৃহত্তম (দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত) পর্বতমালা। উচ্চতার দিক থেকে হিমালয় হল সর্বপ্রথম। প্রাচীন ইনকা সভ্যতা আন্দিজ পর্বতমালা জুড়ে বিস্তৃত ছিল। পেরুর কুসকো শহর ছিল ইনকা সম্রাটদের প্রাচীনতম রাজধানী। কুসকোর রাজধানীকে কেন্দ্র করে উত্তরে বলিভিয়া এবং দক্ষিণে চিলি ও আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত ছিল ইনকা সভ্যতা। —